কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

- আপডেটঃ ১১:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 38

পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ইউনিটির মিলনায়তনে ইফতার এর পুর্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব এস এম মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান, বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা আভাস’র পরিচালক মোঃ সবুজসহ কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ।
এটিএন বাংলা ও দেশ রুপান্তর জেলা প্রতিনিধি জাহিদ রিপন এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিটির দপ্তর সম্পাদক মাওলানা মোঃ ফোরকানুল ইসলাম।
পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার
আরও পরুনঃ আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে- মুহাম্মদ আবদুল জব্বার