আড়াইহাজারে পাওনাদারের কিল ঘুষিতে দেনাদারের মৃত্যু

- আপডেটঃ ০৫:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 45

আড়াইহাজারে পাওনাদারের কিল ঘুষিতে দেনাদারের মৃত্যু
আড়াইহাজারে পাওনাদারের কিল ঘুষিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নাজিমুদ্দিন (৩৫) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী মসজিদ বাড়ির মৃত আব্দুল হাই এর ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী ও স্বজনরা জানায় একই এলাকার আফাজউদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম এর নিকট থেকে নিহত নাজিমুদ্দিন ১৫০০ টাকা ধার নেয়। সোমবার দুপুর ১২ ঘটিকার দিকে ইব্রাহিম নাজিমুদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে নাজিমুদ্দিন বলে আমার কাছে এখন টাকা নেই আমি পরবর্তীতে ধীরে ধীরে পরিশোধ করে দিবো। এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি, কিল ঘুষি ও মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে নাজিমুদ্দিন বাড়ি চলে যায়।
আড়াইহাজারে পাওনাদারের কিল ঘুষিতে দেনাদারের মৃত্যু
একই দিন দুপুর ১ঃ৩৫ ঘটিকায় নাজিমুদ্দিন তার বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের লোকজন নাজিমুদ্দিন কে আড়াইহাজার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থা অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক নাজিমুদ্দিনকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় পৌছলে নাজিমুদ্দিনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।