কুরআনের বরকত পেতে কুরআন দিয়ে দেশ চালাতে হবে: মাওলানা আবদুল জব্বার

- আপডেটঃ ০৩:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 30

কুরআনের বরকত পেতে কুরআন দিয়ে দেশ চালাতে হবে: মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা জামায়াতের উদ্যােগে ৭ মার্চ শুক্রবার বিকালে কাশিপুর ভোলাইল ঈদগাহ মাঠ এলাকায় পবিত্র মাহে রামাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে।
মাহে রামাদান বরকতময় মাসে কল্যাণময় মাসে আমরা প্রত্যেকেই প্রতিদিন কোন-না কোন ভালো কাজে অংশগ্রহণ করবো। পাশাপাশি বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করবো। এসময় তিনি আরো বলেন কেউ যদি সমাজে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা কাউকেই ছাড় দিবোনা। মুখ বন্ধ করে থাকার দিন শেষ , শক্ত হাতে প্রতিহত করবো।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও মহানগরী কর্ম পরিষদের সদস্য মাইনউদ্দিন মিয়া, মহানগরী কর্ম পরিষদের সদস্য ও মানব সম্পদ বিভাগের মো জাকির হোসাইন প্রমূখ।
সদর পশ্চিম থানা আমীর এড আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুরআনের বরকত পেতে কুরআন দিয়ে দেশ চালাতে হবে
আরও পরুনঃ রূপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক