দুমকীতে কৃষকদের মাঝে ধানের বীজ,সার ও নারিকেলের চারা বিতরণ
- আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
দুমকীতে কৃষকদের মাঝে ধানের বীজ,সার ও নারিকেলের চারা বিতরণ
পটুয়াখালীর দুমকীতে ২০২৩-২৪ অর্থ-বছরের ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও নারিকেলর চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব কাওসার আমিন হাওলাদার।
দুমকীতে কৃষকদের মাঝে ধানের বীজ,সার ও নারিকেলের চারা বিতরণ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী মৃধা প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। অনুষ্ঠান শেষে প্রাথমিকভাবে বিভিন্ন এলাকার সুবিধাভোগী ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়। চলতি মৌসুমে ৩৯৫০ জনের মধ্যে আমন ধানের বীজ , ৪৫০ জনকে ৫ টি করে মোট ২২৫০টি নারিকেলের চারা, জনপ্রতি ২০ কেজি ( ১০ কেজি ডিএপি ১০ এমওপি) করে মোট ৩৯৫০ জনকে সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।