কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পবিপ্রবি, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
- আপডেটঃ ০৮:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / 92
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পবিপ্রবি, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কোটা বৈষম্যে নিরসনের এক দফা দাবি সহ সারাদেশে বিভিন্ন স্থানে ব্লকের কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল ৪ টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেইন গেইট দিয়ে লেবুখালী– বাউফল সড়ক দিয়ে মিছিলটি ১ নং গেট দিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করে জয় বাংলার পারদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন শেষ শিক্ষার্থী আব্দুল আজিজ, চতুর্থ বর্ষের ফজলে রাব্বি। বক্তারা যে কোন পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পবিপ্রবি, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।