গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তরমুজ চারা উপরে ফেলার অভিযোগ
- আপডেটঃ ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / 248
পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর গলাচিপা উপজেলার ৩নং গলাচিপা সদর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর চরখালী এলাকায়। জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১.৫ একর জমিতে তরমুজের চারা উপরে ফেলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে ৩নং গলাচিপা সদর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর চরখালী এলাকায়। বহুদিন যাবত জয়নাল মৃধা ও শ্যামল বাড়ৈ গং দের সাথে জমিজমা নিয়ে আদালতে মামলা চলে আসছে। এছাড়াও বহুবার ঐ জমাজমি নিয়ে স্থানীয় ভাবে ও থানায় শালিস বৈঠক করা হলেও এর কোন স্থানী সমাধান হয়নি বলেও জানান ভুক্তভোগী পরিবার। ঘটনার আগের দিন জয়নাল মৃধা ও তার ছেলে তালেব মৃধা সহ পরিবারের সবাই মিলে জমিতে তরমুজের চারা রোপন করেন।
প্রতিপক্ষ শ্যামল বাড়ৈ ও সবুজ বাড়ৈ,শুভ বাড়ৈ,শফিক, মহিবুল্লাহ, নজরুল সহ আরো কয়েকজন মিলে ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে এসে প্রায় ৩ হাজার তরমুজের চারা উপরে ফেলেছে বলে জানান তালেব মৃধা, তার স্ত্রী, মা, সহ স্থানীরা। তালেবের স্ত্রী বলেন তরমুজের চারাগুলো উপরে ফেলেছে তারা। এই চারা গুলো উপরে ফেলায় আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। তাই আইনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি করছি।
এবিষয়ে বিবাদী পক্ষ শুভ বাড়ৈ ও সবুজ বাড়ৈ এর কাছে জানতে চাইলে তারা বলেন রেকর্ডিও সূত্রে এই জমির মালিক আমরা। জয়নাল মৃধা আমাদের রেকর্ডিও জমিতে কার্ড বসিয়ে জমির দাবি করে।