বন্দরে গ্রাম আদালত বিষয়ক কমিনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেটঃ ০৯:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 23

বন্দরে গ্রাম আদালত বিষয়ক কমিনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ই মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই মত বিনিময় ও প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জামান প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমন্বয়ক কারী, গ্রাম আদালত এ প্রকল্পের সভানেত্রী সিমা আক্তার।
সময় মতবিনিময় সভায় অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বছির উদ্দিন, ১নং ওর্য়াডের কচি মেম্বার, ২নং ওর্য়াডের জামান মেম্বার, ৩ নং ওর্য়াডের হাবীব,মেম্বার ৪নং ওর্য়াডের মেম্বার মাহবুব হোসেন, ৫ নং ওর্য়াডের মেম্বার মকবুল হোসেন, ৬ নং ওর্য়াডের মেম্বার জজ মিয়া,৮ নং ওর্য়াডের মেম্বার মফিজল হোসেন, ৯ নং ওর্য়াডের মেম্বার মনির হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি আক্তার, শিখা আক্তার, শিউলি আক্তার, প্রমূখ।
গ্রাম আদালত বিষয়ক কমিনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গ্রাম আদালত ২০০৬ অনুচ্ছেদ এ যে কোন সালিশ গ্রাম আদালত এ করা যায়। মূল কথা গ্রাম আদালত এ তিন লক্ষ টাকা মূল্যে যে কোন সালিশ নিষ্পত্তি করা যাবে,যদি কোন ব্যাক্তি মিথ্যা মামলা দায়ের করে তাহা হইতে উক্ত ব্যাক্তিকে অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা করা হইবে। এই গ্রাম আদালত সিদ্ধান্ত যদি ৫.০ সর্ব সম্মতি হয় তাহলে উক্ত সিদ্ধান্ত সমুহের বিপক্ষে অন্য কোন আদালত এ আপিল করা যাবেনা।আর যদি ৩.২ হয় সেক্ষেত্রে আপিল চলবে।উক্ত সিদ্ধান্ত গ্রহনের ৩০ দিন এর মধ্যে সংক্ষুদ্ধ পক্ষ নির্ধারিত পদ্ধতি তে আপিল করতে পারবেন।
বন্দরে গ্রাম আদালত বিষয়ক কমিনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই আদালতে প্রাক বিচারের দিন আপস বা মিমাংসা মাধ্যমে রিচার্জ বিষয় নির্ধারন করা হইলে উক্ত রুপ উদ্যোগ গ্রহণ এর তারিখ হইতে ১৫ দিন এর মধ্যে ওহা নিষ্পত্তি করতে হইবে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক কোন আবেদন নাখোশ করা হলে দেওয়ানী ও ফৌজদারী উভয় ক্ষেত্রে নাখোশ এর ৩০ দিন এর মধ্যে আবেদন কারীর সহকারী জর্জ আদালত এ রিভিশন করতে পারবে।গ্রাম আদালত এ কতৃক বিচার্য দেওয়ানী বিরোধ সমূহ সম্পত্তি পূর্নউদ্ধার ও ক্ষতি পূরণ এর মামলা গবাদিপশু ক্ষতি পূরণ এর মামলা কৃষি শ্রমিক দের ক্ষতি পূরন ও মজুরি মামলা,এবং কোন স্ত্রী কতৃক তাহার বরণপোষন আদায়ের মামলা সহ একাধিক মামলা নিষ্পত্তি করা হয় এই আদালত।
এ এই সময় অন্য মধ্যে আরো উপস্থিত ছিলেন অফিস সহকারী জাকির হোসেন, রাহিমা বেগম,শান্ত, বিল্লাল হোসেন,এই ইউনিয়নের এর সকল চৌকিদার বৃন্দরা।
বন্দরে গ্রাম আদালত বিষয়ক কমিনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পরুনঃ কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার