নারায়ণগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতিসভা

- আপডেটঃ ০১:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 41

নারায়ণগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতিসভা
আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের জনসভা সফল করতে সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩.০০টায় সিদ্ধিরগঞ্জ পি.এম. মোড়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমির কফিল আহমদ। সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি সা’দ আহমাদ।
মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। কুরআনের রাজ কায়েম না হলে সমাজ থেকে বৈষম্য দূর হবে না।”
তিনি আশা প্রকাশ করেন, ৭ ফেব্রুয়ারির জনসভায় সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণের উপস্থিতি থাকবে।
সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন: থানা নায়েবে আমির আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি ইকবাল হোসাইন,সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, থানা কর্মপরিষদের সদস্য ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেগন ।
নারায়ণগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতিসভা
প্রস্তুতি সভায় বক্তারা ৭ ফেব্রুয়ারির জনসভা বাস্তবায়নে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান। সমাজ পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।