সংবাদ শিরোনামঃ
পথ শিশুদের ইফতার করালেন জ্ঞানকোষ একাডেমী

নিজস্ব প্রতিনিধি
- আপডেটঃ ০১:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / 145

পথ শিশুদের ইফতার করালেন জ্ঞানকোষ একাডেমী
১৭ মার্চ নারায়ণগঞ্জ কালির বাজার রেল স্টেশন অসহায় সুবিধা বন্চিত পথ শিশুদের নিয়ে ইফতার করালেন জ্ঞানকোষ একাডেমী এন্ড এক্সাম কেয়ার।
মো আমির হোসেনের আন্তরিক সহযোগিতায় অর্ধশত সুবিধা বন্চিত পথ শিশুদের নিয়ে ইফতার সময় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সাংবাদিক মো ইউসুফ আলী প্রধান।
নারায়ণগঞ্জের পথ শিশুদের ইফতার করালেন জ্ঞানকোষ একাডেমী
এসময় আত্ম মানবতার সেবায় নিজেকে কিছুটা সময় দিতে পেরে আবেগ আপ্লুত হয়ে জ্ঞানকোষ একাডেমীর এন্ড এক্সাম কেয়ারের পরিচালক অনিক স্যার বলেন আজকের শিশু আগামীর দিনের ভবিষ্যৎ আমাদের সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশে কোন পথশিশু থাকবে না।
ইফতার কালে আরো উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষক আশিক, শিক্ষক সাজ্জাদ ও আরো অনেকে।
কিল্লার পুল কিল্লা শাহী মসজিদে এলাকার হাফেজদের দিয়ে পড়ানো হচ্ছে তারাবি