বাউফলে টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করে দিলেন ডিলার নিজেই

- আপডেটঃ ১২:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / 82

বাউফলে টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করে দিলেন ডিলার নিজেই
পটুয়াখালীর বাউফলে মুদির দোকান থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৬ই মার্চ) সন্ধ্যার দিকে গোপণ সূত্রে সংবাদ পেয়ে পৌর শহরের বাজার রোডের মা কালি ভান্ডার নামের মুদির দোকানে অভি’যান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড। এ সময় ওই দোকান থেকে টিসিবির ১২৮ কেজি মসুর ডাল, ১৩০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা ও ৫০ কেজি চিনি জ’ব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মা কালি ভান্ডারের মালিক অভিজিত সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী অভিজিত সাহা জানান, মদনপুরা ইউনিয়নের টিসিবির পরিবেশক আবদুল আজিজ হাওলাদার সুবিধাভোগীদের না দিয়ে তার কাছে পণ্যগুলো বিক্রি করেছেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, টিসিবির পরিবেশক আবদুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জব্দকৃত পণ্যগুলো অন্য একজন ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। আর অভিযুক্ত ডিলার আবদুল আজিজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাউফলে টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করে দিলেন ডিলার নিজেই
আরও পরুনঃ কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের ১৫ দিনের কুরআন শিক্ষা কার্যক্রম