আমি আমার দলের বিরুদ্ধে কোন কথা বলিনা: আনোয়ার হোসেন

- আপডেটঃ ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / 107

আমি আমার দলের বিরুদ্ধে কোন কথা বলিনা: আনোয়ার হোসেন
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আয়োজনে বন্দর ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ ঐতিহাসিক বটতলায় ১২ জুলাই (শুক্রবার) বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৯ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন জসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন ও বাদল আহমেদ মুকুল’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
আমি আমার দলের বিরুদ্ধে কোন কথা বলিনা: আনোয়ার হোসেন
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, রাজনীতিতে গতিশীল হতে হবে, গতিশীল যারা তাদেরই কমিটিতে রাখতে হয়। তারাই নেতৃত্বে আসে।আমি আমার দলের বা মতের বিরুদ্ধে কোন কথা বলিনি, যাহারা বলেছে তাদের প্রতি ব্যবস্থা নিন। আমি ভুল করলে আমারও ব্যবস্থা নিন। নেত্রীর কথার বাইরে কথা বলার কারো কোন অধিকার নাই, সুযোগ নাই। সহ্য এবং ধৈর্য না থাকলে আওয়ামী লীগ করা যাবে না। আজ যারা ভুল করেছে তারা শুধরে গিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। আপনারা ঐক্যবদ্ধ হোন বাড়িতে বসে থেকে নেতৃত্ব করবেন তা হতে পারেনা। মাঠে আসেন সহযোগিতা করুন।
প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
আমি আমার দলের বিরুদ্ধে কোন কথা বলিনা: আনোয়ার হোসেন
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আয়ূব আলী।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, খান মাসুদ, আনোয়ার হোসেন চৌধুরী, আসাবুদ্দিন বাবু মিয়া, কাউন্সিলর আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী, আলহাজ্ব আবেদ হোসেন, এড. হাবিব আল মুজাহিদ পলু, এড. মাহমুদা মালা, হান্নান আহমেদ দুলাল, জাহাঙ্গীর আলম খায়ের, দেওয়ান মোহাম্মদ আলী ওমর ফারুক, গোলাম মোস্তফা, মোস্তফা খান মিঠু, নিলুফা মহসিন, মফিজ প্রধান আসাদুল্লাহ, দেলোয়ার হোসেন মদিল প্রমুখ।