দুমকিতে উপজেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে
মোঃ রাকিবুল হাসান,(দুমকী থেকে)দুমকি উপজেলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষে দীর্ঘ ৬ বছর পরে দুমকী উপজেলা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফের সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিমসহ উপজেলা আ’লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে দুমকী উপজেলা শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।