সংবাদ শিরোনামঃ
দুমকীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোঃ রাকিবুল হাসান
- আপডেটঃ ০৫:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / 208
দুমকীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকীর পিরতলা বাজারে অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে বিশ হাজার (২০,০০০) টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসী, মুদি, সবজি ও ফলের দোকানে পন্যের মূল্যে ও মান যাচাই করা হয়।
অভিযান পরিচালনাকালে ১ টি ঔষধের দোকান, ১ টি খাবার হোটেল, ৩ কসমেটিকসের দোকানে পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকায় ও খাবার ডেকে না রাখায় বিশ হাজার (২০,০০০) টাকা জরিমানা করা হয়।