ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনে জামায়াত নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন দশমিনায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার কৃষকলীগ নেতার গুদাম থেকে সরকারি চাল পাচারের সময় ১১ বস্তা চাল জব্দ কুয়াকাটায় বাংলাভিশন প্রতিনিধি মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা দুমকীতে অনাহারে থাকা সেই পাঁচ সন্তানের জননীর পাশে উপজেলা নির্বাহী অফিসার জমজালো আয়োজনে কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন আইনজীবীদের সাথে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা শার্শায় উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ায় জমি দখল ও হয়রানী মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক

বাংলার শিরোনাম
  • আপডেটঃ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 37

নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে নারায়ণগঞ্জের যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সহযোগিতা কামনা করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই এবং সঞ্চালনা করেন এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বি।

সভায় জেলা প্রশাসক বলেন, “যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে হকার সমস্যা সমাধানে আমরা বিকল্প কর্মব্যবস্থা নিয়ে কাজ করব। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো হবে।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সভায় বলেন, “শহরে যানজট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, নতুন জেলা প্রশাসক এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।” তিনি আরও যোগ করেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সব সময় প্রশাসনের পাশে থাকবে।”

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, “অনিয়ন্ত্রিত অটোরিকশা লাইসেন্স প্রদান শহরের যানজটের একটি বড় কারণ। সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০,০০০ অটোরিকশার লাইসেন্স ইস্যু করা হয়েছে, যা শহরের ধারণক্ষমতার বাইরে। দুর্নীতি বন্ধ করে এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

সভায় মাদক, কিশোর গ্যাং এবং শহরের অপরিচ্ছন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা এসব বিষয়ে প্রশাসনের দৃঢ় ভূমিকা ও সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন এনডিসি মোহাম্মদ তামশিদ ইরাম খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

আরও পরুনঃ বেনাপোলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

নিউজটি শেয়ার করুন

ট্যাগসঃ

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক

আপডেটঃ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে নারায়ণগঞ্জের যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সহযোগিতা কামনা করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই এবং সঞ্চালনা করেন এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বি।

সভায় জেলা প্রশাসক বলেন, “যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে হকার সমস্যা সমাধানে আমরা বিকল্প কর্মব্যবস্থা নিয়ে কাজ করব। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো হবে।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সভায় বলেন, “শহরে যানজট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, নতুন জেলা প্রশাসক এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।” তিনি আরও যোগ করেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সব সময় প্রশাসনের পাশে থাকবে।”

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, “অনিয়ন্ত্রিত অটোরিকশা লাইসেন্স প্রদান শহরের যানজটের একটি বড় কারণ। সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০,০০০ অটোরিকশার লাইসেন্স ইস্যু করা হয়েছে, যা শহরের ধারণক্ষমতার বাইরে। দুর্নীতি বন্ধ করে এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

সভায় মাদক, কিশোর গ্যাং এবং শহরের অপরিচ্ছন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা এসব বিষয়ে প্রশাসনের দৃঢ় ভূমিকা ও সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন এনডিসি মোহাম্মদ তামশিদ ইরাম খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

আরও পরুনঃ বেনাপোলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক