কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ

- আপডেটঃ ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / 29

কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজন’র উদ্যোগে উপজেলার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের উনিশ জন নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত ইনকিউবেটর, সেচ পাম্প এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকার ভোগীদের মাঝে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। এ সময় একশনএইড বাংলাদেশ’র সহযোগীতায় প্রান্তজন’র বাস্তবায়নে ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ।
এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া লেডিস ক্লাব’র সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিনু মৃধা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল মাস্টার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির, সদস্য সচিব এস্ এম মোশারফ হোসেন মিন্টু , কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ স্কাউটস’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, প্রান্তজন’র ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপকরণের মধ্যে ছিল, সৌর চালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২টা সেচ পাম্প এবং ৬টা সেলাই মেশিন। প্রান্তজন’র ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ জানান, সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। প্রতি পাম্প মেশিন ৩ জন নারী পরিচালনা করবেন। মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে।
কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ।
তিনি আরও বলেন, প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তজন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে। বর্তমানে একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় কলাপাড়া উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়ন’র ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২ প্রকল্প বাস্তবায়ন করছে।
কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ।
আরও পরুনঃ নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়াতের জেলা কমিটি সম্পন্ন