সংবাদ শিরোনামঃ
নিখোঁজ সংবাদ নামঃ মোঃ আঃ সাত্তার পিতাঃ মোঃ সমজের আলী
Saiful islam
- আপডেটঃ ০১:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / 317
নিখোঁজ সংবাদ
নামঃ মোঃ আঃ সাত্তার পিতাঃ
মোঃ সমজের আলী
মাতাঃ জমিলা খাতুন বর্তমান ঠিকানাঃ ১২৬/২ তল্লা রোড, তল্লা ছোট মসজিদ, নারায়ণগঞ্জ।
নিখোঁজ সংবাদ
গ্রামের বাড়িঃ ধামরাই বয়সঃ ৫৬ বছর গায়ের রংঃ শ্যামলা
বিবরণঃ গত ১লা মার্চ রোজ শুক্রবার ২০২৪ইং তারিখে আনুমানিক দুপুর ০৩ ঘটিকায় তল্লা ছোট মসজিদের বর্তমান বাসা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বর্তমানে মানসিক ভারসাম্যহীন।
গত ২ মার্চ ২০২৪ইং তারিখে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জি.ডি.নং : ৮০/২৪।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে পেয়ে থাকেন বা কোথাও দেখতে পাওয়া যায়, তাহলে নিম্নোক্ত নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন।
আশিকুর রহমানঃ ০১৯২৩২৫৮৫৭৩, ০১৮৩১৩২৯৫০