নৌ শ্রমিকদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে: অধ্যাপক হারুনুর রশিদ খান
- আপডেটঃ ০৭:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / 29
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, মেঘনা নদীতে নৌ শ্রমিকদের নৃশংসভাবে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
তিনি আজ ঢাকা মেডিকেল কলেজে আহত শ্রমিকদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তসলিম, কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন প্রমুখ।
নৌ শ্রমিকদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে: অধ্যাপক হারুনুর রশিদ খান
নেতৃবৃন্দ এই সময় আহত শ্রমিকদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং মহান রবের দরবারে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এই সময় তিনি বলেন, নৌ শ্রমিকদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে পুরোজাতি হতবাক। মধ্যযুগীয় কায়দায় হত্যা করে হত্যাকারীরা দেশের আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা অবিলম্বে অন্তবর্তী সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় মুখোমুখি করার জন্য।
তিনি আরও বলেন, নৌ শ্রমিকদের নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের পরিচয় চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিককের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।