পটুয়াখালীর চরপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি বসতঘর পুড়ে ছাই

- আপডেটঃ ০৮:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 62

পটুয়াখালীর চরপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি বসতঘর পুড়ে ছাই
ভয়াবহ অগ্নিকান্ডে পটুয়াখালী পৌর শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে টিনশেড ২৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান, মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ মোট ২৩জনের বসতঘর ও চায়ের দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পটুয়াখালীর চরপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি বসতঘর পুড়ে ছাই
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগীতায় সদর ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মোঃ রেজওয়ান জানান, ১ টা ৪০ মিনিট এর সময় খবর পেয়ে দুটি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ৩ টা ৩০ মিনিট এর সময় সম্পূর্নভাবে আগুন নেভানো হয়।
আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সঠিকভাবে তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। উক্ত ২৩ টি পরিবার আগুনে সর্বশান্ত হয়ে পথে বসেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় এলাকায় বাতাস ভারি হচ্ছে। প্রশাসন ও পৌরসভার কর্তৃৃপক্ষরা ঘটনাস্থলে পৌছে ক্ষয়ক্ষতির নিরূপন করতে দেখা গেছে।
পটুয়াখালীর চরপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি বসতঘর পুড়ে ছাই
আরও পরুনঃ শার্শায় রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত