পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন

- আপডেটঃ ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 45

পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন
পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সকালের আলো ফুটতেই ধীরে ধীরে পটুয়াখালী চৌরাস্তা সরগরম হতে থাকে সাংবাদিকদের পদচারণায়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পটুয়াখালী চৌরাস্তা থেকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের লোগোযুক্ত টি-শার্ট গায়ে লাগিয়ে ক্লাবের পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বনভোজনের উদ্দেশ্যে রওয়ানা করেন নেতৃবৃন্দ। আকাবাকা পথ পেরিয়ে বিকাল ৪টার মোটরবাইক শোভাযাত্রাটি গিয়ে কুয়াকাটা বিচে পৌঁছে। সেখানে সকল সাংবাদিকরা দুই দিন বিভিন্ন যায়গায় ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ছবি ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।
দুইদিন ব্যাপী একে একে কুয়াকাটা বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোজে মিলিত হন জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন শান্ত স্নিগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা জেলা ডাকবাংলো, এল জি আইডি ডাকবাংলো, পানি উন্নয়ন গেষ্ট হাউস, সেখানে গিয়ে খেলাধুলা ও বিনোদনে অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ। রাতের খাবার শেষে শুরু হয় আলোচনা সভা।
পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল এর সঞ্চালনায় বনভোজন ও আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় সভাপতি নওরোজ হিরা,পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাব এর সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও বার্ষিক বনভোজের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে। ১মার্চ শনিবার দুইদিন ব্যাপী এ আনন্দ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পরুনঃ ফরিদগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আনোয়ারের বাড়িতে হামলা