ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতার মৃত্যুতে এলাকাবাসীর বিক্ষোভ চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন ৮০ বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা বোমা মেরে ছাত্রদের উড়িয়ে দেওয়ার হুমকি নীট কনসার্ন গ্রুপের এলডিপির মহাসচিব এড. রেদোয়ান আহমেদ এর সাথে আলাউদ্দিন প্রধানের সৌজন্য সাক্ষাৎ রূপগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ঔষধ বিতরণ কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান খেলাফত মজলিসের ফিলিস্তিন-বাংলাদেশ সংহতি সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় মামলার সাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না: মুহাম্মদ আবদুল জব্বার

পবিপ্রবি শিক্ষক তালাবদ্ধ,বিশ্ববিদ্যালয়ের সাদাদলের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

রাকিবুল হাসান
  • আপডেটঃ ১১:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / 472

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সাধারণ সম্পাদক ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় তালাবদ্ধ রাখার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাদা দল।

পবিপ্রবি সাদা দলের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন সাক্ষ্মরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

‘শিক্ষক কক্ষে তালাবদ্ধ, বিবেক অবরুদ্ধ’ শিরোনামে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “অদ্য ১৪ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ দুপুর ২:৪০ ঘটিকায় ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় বাহির থেকে দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে। মুঠো ফোনে খবর পেয়ে উক্ত বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকের উপস্থিতিতে কর্মচারীগন তালা ভেঙ্গে উক্ত শিক্ষককে মুক্ত করেন। পবিপ্রবির ছাত্রলীগের এহেন দুষ্কর্মে সাদাদল, পবিপ্রবি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশসহ জড়িতদের সনাক্তে নিবিড় পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয় চত্বরে সকল শিক্ষকের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিধায় সাদাদল, পবিপ্রবি অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের আহবান জানাচ্ছে।”

এ বিষয়ে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “এই ন্যাক্কারজনক ঘটনায় আমি হতবাক, শিক্ষক তার নিজ অফিস কক্ষে নিরাপদ নয়। উক্ত ঘটনায় আমি তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। ছাত্র-শিক্ষক সম্পর্কে কালিমা লেপনকারী এই কলঙ্কিত অপরাধীদের অতিসত্ত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি”।

ইতোমধ্যে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পেশ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। একই সাথে ছাত্র কর্তৃক অবরুদ্ধ হওয়ায় সুষ্ঠ বিচারের দাবি করেছেন ভুক্তভোগী এই শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) এবং প্রক্টর প্রফেসর ড.সন্তোষ কুমার বসু জানান, “শিক্ষক সমিতি এবং ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আমাকে অবগত করেছেন। শিক্ষকের সাথে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগসঃ

পবিপ্রবি শিক্ষক তালাবদ্ধ,বিশ্ববিদ্যালয়ের সাদাদলের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আপডেটঃ ১১:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সাধারণ সম্পাদক ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় তালাবদ্ধ রাখার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাদা দল।

পবিপ্রবি সাদা দলের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন সাক্ষ্মরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

‘শিক্ষক কক্ষে তালাবদ্ধ, বিবেক অবরুদ্ধ’ শিরোনামে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “অদ্য ১৪ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ দুপুর ২:৪০ ঘটিকায় ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় বাহির থেকে দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে। মুঠো ফোনে খবর পেয়ে উক্ত বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকের উপস্থিতিতে কর্মচারীগন তালা ভেঙ্গে উক্ত শিক্ষককে মুক্ত করেন। পবিপ্রবির ছাত্রলীগের এহেন দুষ্কর্মে সাদাদল, পবিপ্রবি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশসহ জড়িতদের সনাক্তে নিবিড় পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয় চত্বরে সকল শিক্ষকের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিধায় সাদাদল, পবিপ্রবি অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের আহবান জানাচ্ছে।”

এ বিষয়ে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “এই ন্যাক্কারজনক ঘটনায় আমি হতবাক, শিক্ষক তার নিজ অফিস কক্ষে নিরাপদ নয়। উক্ত ঘটনায় আমি তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। ছাত্র-শিক্ষক সম্পর্কে কালিমা লেপনকারী এই কলঙ্কিত অপরাধীদের অতিসত্ত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি”।

ইতোমধ্যে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পেশ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। একই সাথে ছাত্র কর্তৃক অবরুদ্ধ হওয়ায় সুষ্ঠ বিচারের দাবি করেছেন ভুক্তভোগী এই শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) এবং প্রক্টর প্রফেসর ড.সন্তোষ কুমার বসু জানান, “শিক্ষক সমিতি এবং ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আমাকে অবগত করেছেন। শিক্ষকের সাথে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।