পবিপ্রবি শিক্ষক তালাবদ্ধ,বিশ্ববিদ্যালয়ের সাদাদলের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

- আপডেটঃ ১১:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / 472

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সাধারণ সম্পাদক ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় তালাবদ্ধ রাখার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাদা দল।
পবিপ্রবি সাদা দলের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন সাক্ষ্মরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
‘শিক্ষক কক্ষে তালাবদ্ধ, বিবেক অবরুদ্ধ’ শিরোনামে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “অদ্য ১৪ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ দুপুর ২:৪০ ঘটিকায় ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় বাহির থেকে দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে। মুঠো ফোনে খবর পেয়ে উক্ত বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকের উপস্থিতিতে কর্মচারীগন তালা ভেঙ্গে উক্ত শিক্ষককে মুক্ত করেন। পবিপ্রবির ছাত্রলীগের এহেন দুষ্কর্মে সাদাদল, পবিপ্রবি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশসহ জড়িতদের সনাক্তে নিবিড় পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয় চত্বরে সকল শিক্ষকের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিধায় সাদাদল, পবিপ্রবি অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের আহবান জানাচ্ছে।”
এ বিষয়ে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “এই ন্যাক্কারজনক ঘটনায় আমি হতবাক, শিক্ষক তার নিজ অফিস কক্ষে নিরাপদ নয়। উক্ত ঘটনায় আমি তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। ছাত্র-শিক্ষক সম্পর্কে কালিমা লেপনকারী এই কলঙ্কিত অপরাধীদের অতিসত্ত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি”।
ইতোমধ্যে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পেশ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। একই সাথে ছাত্র কর্তৃক অবরুদ্ধ হওয়ায় সুষ্ঠ বিচারের দাবি করেছেন ভুক্তভোগী এই শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) এবং প্রক্টর প্রফেসর ড.সন্তোষ কুমার বসু জানান, “শিক্ষক সমিতি এবং ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আমাকে অবগত করেছেন। শিক্ষকের সাথে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।