পবিপ্রবি’তে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেটঃ ১২:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / 131
পবিপ্রবি’তে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠাত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টায় পবিপ্রবির টিএসসির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভাইস চ্যান্সেলর বিশিষ্ট ফার্মাকোলজিস্ট ও গ্যাস্ট্রোলজিস্ট প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রফেসর মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
আরও পড়ুনঃ চলচ্চিত্র অভিনেতা রাজীব স্মরণে দুমকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
প্রধান অতিথি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম-জীবনের সফলতা কামনা করে ‘বাংলার শিরোনাম’কে বলেন, সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টি বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, পুষ্টি বিষয়ক গবেষণার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এনএফএস অনুষদের শিক্ষার্থীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ