প্রযুক্তিগত দক্ষ জনশক্তি দেশের জন্য বেশী প্রয়োজন- আবদুল জব্বার

- আপডেটঃ ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 34

প্রযুক্তিগত দক্ষ জনশক্তি দেশের জন্য বেশী প্রয়োজন- আবদুল জব্বার
দক্ষ জাতি উন্নত শিখরে, যে জাতি যতবেশি প্রযুক্তিগত জ্ঞানে উন্নত সে জাতি তত বেশী টেকসই উন্নয়নশীল।
শনিবার সকালে নারায়ণগঞ্জ চাষাঢ়া এক মিলনায়তনে জামায়াতের মহানগরী প্রচার ও আইটি বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি আরো বলেন সংবাদ এই নয় যে আপনি যা পেলেন যাচাই বাছাই ছাড়া প্রতিযোগিতা মূলক ছেড়ে দিলেন। এই অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে জাতির কল্যাণে আমাদের কাজ করতে হবে। এখন আর সত্য প্রকাশে ভয় পাবার সময় নেই, সময় এসেছে সত্য প্রকাশের।
মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না মহানগরী কর্মপরিষদের সদস্য মাওলানা শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মাইনউদ্দিন মিয়া, এন ডি এফ মহানগরী সভাপতি ডা. আলী আশরাফ খান, মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আবদুল মোমিন, আইটি বিভাগের সদস্য মুস্তফা মঈনুল হক তারেক সহ প্রচার ও আইটি বিভাগের নেতৃবৃন্দ।
প্রযুক্তিগত দক্ষ জনশক্তি দেশের জন্য বেশী প্রয়োজন- আবদুল জব্বার
আরও পরুনঃ কুরআনের বরকত পেতে কুরআন দিয়ে দেশ চালাতে হবে: মাওলানা আবদুল জব্বার