বন্দরে চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ১১:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
বন্দরে চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে শ্রমিকের মৃত্যু
বন্দরের কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স কেমিক্যাল চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মেশিন অপারেটরের নাম আব্দুল আজিজ(৫৫)। রোববার দুপুরে ফ্যাক্টরীর ভেতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আজিজ মুছাপুর ইউপির ভাটগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
দুপুর সাড়ে ১২ টার দিকে ফ্যাক্টরীর ভেতরে দুর্ঘটনায় গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরবর্তীতে ফ্যাক্টরী কর্তৃপক্ষ লাশ তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে বন্দর থানার পুলিশ ৯৯৯ কল পেয়ে বিকালে ওই বাড়িতে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত করেন। পরিবারের অভিযোগ না থাকায় রোববার সন্ধায় লাশ দাফন করা হয়েছে।
বন্দরে চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে শ্রমিকের মৃত্যু
জানাগেছে, উপজেলার ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরীতে পাথর ভাঙ্গার মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন আব্দুল আজিজ। প্রতিদিনের ন্যায় রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আজিজ বিশ্রাম নিচ্ছিলেন। এসময় মেশিনের হাভার কাত হয়ে আজিজের উপর থেকে পাথর পড়ে মাথা, পায়ে-হাতে ও বুকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বন্দরে চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে শ্রমিকের মৃত্যু
পরে ফ্যাক্টরীর কর্তৃপক্ষ নিহতের লাশ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে পুলিশ অবগত করলে ঘটনাস্থলে বন্দর থানার পুলিশ উপস্থিত হন। পারিবারিক ভাবে এঘটনায় আপত্তি, অভিযোগ না থাকায় মাগরিব বাদ লাশ দাফন করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
One thought on “বন্দরে চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে শ্রমিকের মৃত্যু”