বাউফলে ইউএনওর সাথে বীর মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা
- আপডেটঃ ১১:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / 1294
মাহামুদ হাসান বাউফলঃবাউফল উপজেলায় নব যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সাথে সোমবার (৩১জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা পাবলিক হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান , সহকারী কমিশনার ভূমি প্রতিক কুমার কুন্ডু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া , বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান , সাবেক কমান্ডার মোহাম্মদ বারেক মিয়া প্রমুখ ।
মত বিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন, আমি আপনাদের উপজেলায় নতুন যোগদান করেছি আপনারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামের একটি মানচিত্র পেয়েছি ।সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।