বাউফলে জেলা প্রশাসকের মত বিনিময় সভা
- আপডেট সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে (১আগষ্ট ২০২৩ মঙ্গলবার)সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীর সভাপতিত্বে পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম এর সাথে , সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব নুর কুতুবুল আলম বলেন আগস্ট মাস শোকের মাস, স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ১৫ই আগস্ট সকল শহীদদের তিনি আত্মার মাগফেরাত কামনা করেন,
বাউফলে সমস্যা থাকলে পর্যায়ক্রমে এলাকার সকল সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন , এছাড়াও উপজেলার উন্নয়নের সম্ভাবনার বিষয়ে কথা বলে সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার , অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান,বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচল হক,কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা প্রমূখ।