শার্শায় উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

- আপডেটঃ ১০:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 20

শার্শায় উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে শার্শা উপজেলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, উপজেলা বিএনপির নবনির্বাচিত ১২ সদস্য বিষ্ট কমিটির ২ বছরের জন্য নাম ঘোষণা করেন।
সোমবার (৩ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় উপজেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা বেলুন এবং পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ।
এসময় স্টেডিয়াম মাঠে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা ফেস্টুন ব্যানার বাদ্য বাজনা নিয়ে সম্মেলনে প্রবেশ করেন এবং অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনতি হয়।
আরও পরুনঃ কলাপাড়ায় জমি দখল ও হয়রানী মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন