বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী
- আপডেটঃ ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / 191
বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের ডি আই টি এলাকায় ২ মার্চ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উদ্যােগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।
মহানগর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে মন্ডল পাড়া এলাকাতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নগর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন- এই ভোট বিহীন সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দেশের ক্ষমতা দখল করে আছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্বগতিতে জনগন যখন দিশেহারা, লুটপাট আর সিন্ডিকেটের এই সরকার তখন জনগণের কথা বিবেচনা না করে পুনারায় অন্যায় ও অযৌক্তিক ভাবে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিদ্যুৎ সহ সকল নিত্যপন্যের মূল্য কমানোর জোর দাবি জানিয়ে তিনি আরো বলেন, জনগনের বিরুদ্ধে গিয়ে অতীতে কেউ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারেনি, এই জনধিকৃত সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। অতিদ্রুত সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব এদেশের জনগন দূর্বার আন্দোলন গড়ে তুলবে, ইনশাআল্লাহ।
উক্ত বিক্ষোভ মিছিলে মহানগর সংগঠনের ও থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।