রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বহিষ্কার

- আপডেটঃ ০৭:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 42

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বহিষ্কার
রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমর্থিতদের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসিব নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ২০মার্চ বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামিম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। পেশীশক্তি প্রদর্শন পূর্বক সংঘাত সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১৮মার্চ গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমর্থিতদের মধ্যে সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে অটোরিক্সা চালক হাসিব মিয়া(২৮) নিহত হয়। দুইজন গুলিবিদ্ধসহ বিশজন আহত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বহিষ্কার
আরও পরুনঃ রূপগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৯টি দোকান পুড়ে ছাই