রূপগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৯টি দোকান পুড়ে ছাই

- আপডেটঃ ০৭:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 39

রূপগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৯টি দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বরোড এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেট নামক একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মার্কেটে থাকা ১৯ টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল রাতে উপজেলা তারাবো বিশ্বরোড এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ২ টার দিকে তারাবো বিশ্বরোড এলাকায় হাসানের ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে থাকা গ্রীন সিটি সুপার নামক টিনশেড মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমাদের কাঁচপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ততক্ষনে মার্কেটের ভিতরের কাঠের ফার্নিচার, মোটর পার্টস, কাপড়ের দোকান সহ ১৯টি দোকান পুড়ে যায় ছাই হয়ে গেছে।
আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রূপগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
আরও পরুনঃ আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে- মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার