বাউফলে শহীদ সেলিম দেলোয়ার দিবস পালন
- আপডেটঃ ০৫:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 605
বাউফলে শহীদ সেলিম দেলোয়ার দিবস পালন
পটুয়াখালীর বাউফলে শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত হয়েছে। স্বৈরচার আন্দোলনে নিহত হওয়া শহিদ সেলিমের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিস্থলে পুস্প স্তবক অর্পণ করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন।২৮ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় উপজেলার নাজিরপুরে শহীদ সেলিমের সমাধিস্থলে এ পুস্প স্তবক অর্পণ করা হয়। ওই সময় বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন খান , শহীদ ইব্রাহিম সেলিমের ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফারুক ও নিহতের পরিবার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।পুষ্প স্তবক শেষে সকাল ১১ টায় নাজিরপুর বাংলাবাজার শহীদ সেলিম স্মৃতি বালিকা দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়ায় তৎকালীন স্বৈরাচার বিরোধি আন্দোলনে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র, ডাকসু সদস্য ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার। ওই দিন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিল ফুলবাড়িয়া এলাকায় পৌছলে মিছিলের ওপর পুলিশের একটি ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন সেলিম ও দেলোয়ার। এরপর থেকে ২৮ফেব্রুয়ারী কেন্দ্রীয়ভাবে শহীদ সেলিম-দেলোয়ার দিবস হিসেবে পালিত হচ্ছে।