পটুয়াখালীতে মহা সমারোহে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজা উদযাপন
- আপডেটঃ ১০:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / 202
মহা সমারোহে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজা উদযাপিত হচ্ছে। পৌর শহরের সদর রোডস্থ শ্রী শ্রী পাঁষাণময়ী কালী মাতার মন্দির প্রঙ্গনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়।
সোমবার ২০ (নভেম্বর) রাতে বোধনের মাধ্যমে করা হয়েছে দেবীর আবাহন। মঙ্গলবার সকাল থেকে ষেড়শপচারে চলছে দেবীর সপ্তমী, অষ্টমী, নবমী বিহীত পুজা। শাঁখ, উলু ধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত পুজা মন্ডপ পাপ মোচন ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করছেন পুরোহীত। দেবীর পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন ভক্তবৃন্দরা। পুজো শেষে হয় প্রসাদ বিতরন।
আগামীকাল বুধবার রাতে দেবীর বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব। দেবী জগদ্ধাত্রী সকলের পাপ বিনাশ ও দুর্গতি নাশ করবেন এমনটাই মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসবে একযোগে আনন্দে মেতে উঠবেন সকলে।