নারায়ণগঞ্জ মহানগরে হরতাল সমর্থনে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পিকেটিং
- আপডেটঃ ০৫:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / 181
নারায়ণগঞ্জ মহানগরে হরতাল সমর্থনে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পিকেটিং
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধের দাবীতে-
কেন্দ্র ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ মহানগরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত-
১৯ ডিসেম্বর মঙ্গলবার,সকালে,শহরের কালির বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদের অন্যতম সদস্য হাফেজ আব্দুল মুমিনের নেতৃত্বে অনুষ্ঠিত হরতাল কর্মসূচীতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ,মাওলানা মোজাম্মেল হক, বাহাউদ্দিন সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে,জামায়াত নেতা আব্দুল মুমিন ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং মেরুদন্ডহীন- আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করে অবিলম্বে নির্বাচনী তফসিল বাতিল ও ষড়যন্ত্রমূলক ৭ জানুয়ারী’র একতরফা নির্বাচন বন্ধের দাবী জানান।